Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিক্ষামন্ত্রীর নির্দেশে বরখাস্ত ৩ শিক্ষক, বাতিল এমপিও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:২১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:৪০ PM

bdmorning Image Preview


ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় ৩ শিক্ষককে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।  এই তিন শিক্ষকের এমপিও বাতিল করারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার( ৫ ডিসেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্তে শিক্ষার্থী অরিত্রি আত্মহননের প্ররোচনার জন্য এ তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাদের বরখাস্ত ও বিভাগীয় মামলাসহ অন্য আইনানুগ ব্যবস্থাগ্রহণেরও নির্দেশ দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর এই নির্দেশের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শ্রেণি শিক্ষক হাসনা হেনা ও প্রভাতি শাখার প্রধান শিক্ষক জিনাত আরাকে বরখাস্ত করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে সহপাঠী অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযুক্তদের বিচার দাবিতে আজও বিক্ষোভ করছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে অনেক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে ভিকারুননিসার সামনে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, দিনব্যাপী বিভিন্ন ক্লাসের যে পরীক্ষা ও নিয়মিত ক্লাস হবার কথা রয়েছে সেগুলোতে কোনো শিক্ষার্থী যাতে অংশ নিতে না পারে সে জন্য তারা মূল ফটক অবরোধ করে রেখেছেন।

বাবার সামনে নিজে ও বাবাকে অপমান করায় নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে দাবি করে তারা দ্রুত দোষী শিক্ষকদেরকে আটক করে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

সোমবার( ৩ ডিসেম্বর) ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী অরিত্রিকে নকল করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। পরে তার বাবাকে ডেকে এনে অপমান করায় আত্মহত্যা করেন শিক্ষার্থী অরিত্রী।

 

 

Bootstrap Image Preview