Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চুমকির

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:৫০ PM

bdmorning Image Preview


তৃতীয়বারের মত নির্বাচিত হলে কালীগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

তিনি বুধবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্লামেন্ট অফ নিউ জেনারেশন আয়োজিত কেমন হবে আগামীর কালীগঞ্জ? তারুণ্যের জিজ্ঞাসা শীর্ষক এক অনুষ্ঠানে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ অডিটোরিয়ামে এ অঙ্গীকার করেন।

তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশকে আমাদের এই তরুণ প্রজন্ম অনেক বড় জায়গায় নিয়ে যাবে। অনেক বড় একটি দেশ তাদের মাধ্যমে আমরা পেতে পারি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘‘দেশ বড় হওয়া মানে আকৃতিতে বড় নয়। একটি দেশ বড় হয় তার শক্তি দিয়ে। তার শিক্ষায়, তার আলোয় যে দেশ আদর্শ হয়ে ওঠে, সে দেশ বড় হয়’’।

পার্লামেন্ট অফ নিউ জেনারেশনের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআই লিকনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন- মাশরুর রহমান, সাদ্দাম হোসেন, সাদিকুর রহমান ভূইয়া প্রমুখ। এ সময় পার্লামেন্ট অফ নিউ জেনারেশনের অন্যান্য কর্মকর্তা, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় পার্থী মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে তিনি ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ তথা ১৪ দলীয় জোটের মনোনয়ন নিয়ে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তারও আগে তিনি গাজীপুর ও নরসিংদী জেলার সংরক্ষিত আসনে মহিলা এমপি ছিলেন। 
 

Bootstrap Image Preview