Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারেন্ট জালসহ ১ জেলে আটক

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সমুদ্র থেকে নিষিদ্ধ এক হাজার মিটার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গতকাল মঙ্গলবার শেষ বিকেলে তাকে আটক করা হয়।

পরে আটককৃত ওই জেলেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সৈকতের গঙ্গামতির ঝাউবাগান এলাকা থেকে কারেন্ট জাল ও পনের কেজি ইলিশের বাচ্চাসহ আমির হোসেন নামে জেলেকে আটক করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছগুলো এতিমখানা ও দুস্থদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে। 

Bootstrap Image Preview