Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেসির অবস্থান পাঁচে দেখে ক্ষুদ্ধ ভালভার্দে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:০০ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview


বিগত এক দশকে মেসি ও রোনালদোর আধ্যিপত্তের অবসান ঘটিয়ে গত মঙ্গলবার ব্যালন ডি’অর শিরোপা জিতে নেন রিয়াল তারকা লুকা মদ্রিচ। এটাই ক্রোয়েশিয়ার ৩৩ বছররের মিডফিল্ডারের কেরিয়ারের প্রথম ব্যালন ডি'‌অর।ব্যালন ডি'‌অর পুরস্কার তালিকায় দ্বিতীয় নম্বরে ছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। তৃতীয় এবং চতুর্থ ফ্রান্সের আন্তোইন গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপে। পঞ্চম ছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

তবে ব্যালন ডি’অরের এই ভোট প্রক্রিয়ায় তালিকায় মেসির পঞ্চম স্খানে থাকা কেনো ভাবেই মেনে নিতে পারছেন না বার্সেলোনার ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে।তার মতে মেসি গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা ও কোপা দেল রে জিতেছেন। তা সত্বেও ব্যালন ডি’অরের তালিকায় ভোটের পরে তিনি রয়েছেন পঞ্চম স্থানে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ভালভার্দে বলেছেন, ব্যালন ডি’ওর-এর এই ভোট পর্ব ‘উদ্ভট’।

ভোট পর্বে মেসি পেয়েছেন ২৮০ পয়েন্ট। তাঁর আগে রয়েছেন লুকা মদ্রিচ (৭৫৩), ক্রিশ্চিয়ানো রোনালদো (৪৭৬), আঁতোয়া গ্রিজ়ম্যান (৪১৪) এবং কিলিয়ান এমবাপে (৩৪৭) ব্যালন ডি’ওর জেতার লড়াইয়ে ২০০৬ সালের পরে এই প্রথম তিনের বাইরে চলে গিয়েছেন  মেসি। যিনি এই সম্মান পেয়েছেন পাঁচ বার। আর তাতেই চটেছেন ভালভার্দে। তিনি বলছেন, ‘‘লুকা মদ্রিচ এ বার ব্যালন ডি’ওর পেয়েছে। ওকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ভোটে মেসির পাঁচ নম্বরে চলে যাওয়াটা আমার কাছে একটা উদ্ভট ব্যাপার।’’

এদিকে ব্যালন ডি’অর এবার বড় সম্ভাবনা আছে বলে উল্লেখ করেছিনে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে।তালিকায় কাছাকাছি পৌঁছেছিলেন গ্রিজম্য়ান। কিন্তু তালিকায় তিন নম্বরেই আটকে যান তিনি। তাঁর পরেই ছিলেন কিনিয়ান এমবাপে। 

Bootstrap Image Preview