Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমেরিকার নির্দেশ ওপেক মানে না: ইরানের তেলমন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫ AM

bdmorning Image Preview


তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা- ওপেকের একটি স্বাধীন সংস্থা এবং এটি বাইরের কারো নির্দেশ গ্রহণ করে না। ওপেকের ১৭৫তম বৈঠকের একদিন আগে বুধবার ব্রায়ান হুক অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সৌদি তেলমন্ত্রী খালিদ আল-ফালাহ’র সঙ্গে বৈঠক করেন।

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে ওই বৈঠকের প্রতিক্রিয়ায় বলেন, “মি. হুক যদি আমেরিকাকে ওপেকের সদস্য করার অনুরোধ নিয়ে ভিয়েনায় এসে থাকেন তাহলে তার অনুরোধ বিবেচনা করা হবে।” কিন্তু তার যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে তা হবে ‘অপেশাদার, শিশুসুলভ ও হস্তক্ষেপমূলক’ আচরণ।

জাঙ্গানে বলেন, ওপেক একটি স্বাধীন সংস্থা। এটি আমেরিকার জ্বালানী বিভাগের কোনো অংশ নয় যে তা ওয়াশিংটনের কাছ থেকে নির্দেশ গ্রহণ করবে।

বৃহস্পতিবার থেকে ভিয়েনায় শুরু হতে যাওয়া ওপেকের দু’দিনব্যাপী বৈঠকের আগে সৌদি তেলমন্ত্রী খালিদ আল-ফালাহ আগামী মাসে তেলের উৎপাদন ব্যাপকভাবে কমানোর আভাস দিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেলের উচ্চমাত্রার উৎপাদন ধরে রাখার আহ্বান জানান।

Bootstrap Image Preview