Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জনগণই ভোটকেন্দ্র পাহারা দিবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৯ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:০২ PM

bdmorning Image Preview


১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমাদের কেন্দ্র পাহারা দেওয়ার প্রয়োজন নেই। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণই কেন্দ্র পাহারা দিবে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ড. কামাল হোসেন সাহেব বলেছেন তারা ভোট কেন্দ্র পাহারা দিবে। কিন্তু আমাদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার প্রয়োজন নেই।জনগণই ভোটকেন্দ্র পাহারা দিবে।

তিনি আরও বলেন, আমাদের দলের যোগ্য নেতৃত্বের কারণে সকল হুমকি পরাজিত হয়েছে। যারা হুমকি দিয়েছিল তারাই সুবোধ বালকের মত আমাদের নেত্রীর সঙ্গে সংলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'তরুণদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক।

সভায় আরও উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview