Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোটিপতি বনে ‘ললনা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৬ PM

bdmorning Image Preview


তরুণ শিল্পী শেখ সাদীর মিউজিক ভিডিও ‘ললনা’ গত ১৫ নভেম্বর ইউটিউবে প্রকাশ করা হয় এবং গানটি প্রকাশের সাথে সাথেই তিনি বেশ আলোচনায় চলে আসেন। এমনকি এই গানটি প্রকাশের ঠিক ২০ দিনের মাথায় গত ৫ ডিসেম্বর মিউজিক ভিডিওটি এক কোটি ভিউ অতিক্রম করে। তবে অবাক করার বিষয়টি হলো সাধারণত নতুন শিল্পীদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে খুব বেশি দেখা যায় না।

গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজনে ছিলেন শাহরিয়ার রাফাত এবং ভিডিওটি নির্মাণ  করেছেন সৈকত রেজা। আর এতে মডেল হিসেবে ছিলেন সাদী নিজেই এবং তার বিপরীতে ছিলেন মারিয়া ননি।

গানটির ভিউ সম্পর্কে সাদী বলেন, ‘আমি সত্যি অনেক বেশি খুশি। এতটা এক্সপেকটেশন আমার কখনই ছিল না। আমি আমার মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই সকল শ্রোতা-দর্শকদের প্রতি এবং তাদের এই ভালোবাসার মধ্য দিয়ে সামনে আরও ভালো কিছু গান উপহার দিতে চাই।’

 

Bootstrap Image Preview