Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শোবিজ অঙ্গনে নির্বাচনী আমেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিনোদন জগতের তারকাদের বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে। এবারের নির্বাচনে বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন তারকা প্রার্থী হয়েছেন। অনেকেই মনোনয়ন না পেয়েও নিজের দলের হয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন ।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রচারণায় নেমেছে শোবিজ তারকারা। সোশ্যাল মিডিয়াতে গেলো কয়েকদিন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তাদের অনেকেই।

তারকাদের মধ্যে সুবর্ণা মুস্তাফা, ইমদাদুল হক মিলন, রিয়াজ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি,অপু বিশ্বাস, বাঁধনকে দেখা গেছে ভিডিও বার্তায় নৌকার হয়ে ভোট চাইতে।

অপরদিকে পিছিয়ে নেই বিএনপিপন্থী তারকারাও। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মনির খান, বেবী নাজনীন, হেলাল খান, কনক চাঁপা। তবে তাদের এখনও আনুষ্ঠানিক প্রচারণায় নামতে দেখা যায় নি।

নির্বাচনের জোয়ার এবার যে শোবিজ অঙ্গনের উপর দিয়ে ভালভাবেই যাচ্ছে তা সহজেই বোঝা যাচ্ছে তারকাদের প্রচারণায়। তবে শেষ হাসি কারা হাসবে সেটি জানতে ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

Bootstrap Image Preview