Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাইমন-পরীর ‘বাহাদুরি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview


সাইমন ও পরী জুটির প্রথম সিনেমা ‘রানা প্লাজা’ কয়েকবার মুক্তির তারিখ নির্ধারিত করা হলেও আইনি কিছু জটিলতা থাকার কারণে এখনও মুক্তি দেওয়া হয়নি। এরপর আরও দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি। শফিক হাসান  পরিচালিত ‘বাহাদুরী’ সিনেমায় তারা নতুন করে জুটি বাঁধলেন।

পরিচালক শফিক হাসান বলেন, ‘ছবিটির কাজ এরই মধ্যে ৮০ভাগ শেষ হয়েছে। এখন শুধু চলছে গানের ‍দৃশ্যধারণ। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গানের দৃশ্যায়নের কাজ শুরু করা হয়েছে। এখানে রোমান্টিক একটি গানের ‍শুটিং করা হচ্ছে এবং তাতে অংশ নিয়েছেন সাইমন-পরী।’

সাইমন সাদিক বলেন, ‘ড্রিম হলিডে পার্কে একটি রোমান্টিক গানের শুটিং করছি। ছবির কাজ অনেক ভালো হচ্ছে। এখানে আমরা মোট চারদিন শুটিং করব। আর আশা করছি আমাদের এই কাজ দর্শকদের কাছে ভালো লাগবে।’

এস এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা জায়েদ খান ও নবাগত অভিনেত্রী মৌ খান।

Bootstrap Image Preview