রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ মিলিটারি একাডেমি ও বাংলাদেশ নেভাল একাডেমির অনুষ্ঠানে যোগদান জন্য ঢাকা থেকে তিন দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে তিনি চট্রগ্রামের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, রাষ্ট্রপতি শনিবার ভাটিয়ারীর বিএমএ-তে প্রেসিডেন্ট প্যারেড-২০১৮-তে যোগ দেবেন।
তিনি বলেন, এছাড়া রাষ্ট্রপতি পরের দিন রবিবার বিএনএ-তে মিডশিপম্যান-২০১৬ ব্যাচ ও ডিরেক্ট এন্ট্রি অফিসার-২০১৮/বি ব্যাচ শীতকালীন প্রেসিডেন্ট মার্চ পাস্ট (কুচকাওয়াজ)-২০১৮-তেও যোগ দেবেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চট্রগ্রামে অনুষ্ঠান শেষে আগামী রবিবার বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে।