Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে জন্ম নিবন্ধনে যুক্ত করা হচ্ছে রোহিঙ্গাদের নাম

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫৭ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা তিন ইউনিয়নে জন্ম-নিবন্ধনে রোহিঙ্গাদের নাম যুক্ত করা হচ্ছে। বিশেষ করে উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের  ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে বহিরাগত বেশকিছু লোকের নাম যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম। এঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

কুসুম্বা ইউপির তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা আর বিয়ান জান্নাত বলেন, সার্ভার খুলে দেখতে পান তার ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার করে পুরাতন কিছু নাম মুছে ফেলে নতুন নাম যুক্ত করা হচ্ছে। যাদের পুর্ববর্তী ঠিকানা কক্সবাজার।

তিনি জানান খোঁজ নিয়ে জানাগেছে, কক্সবাজারে ঐসব ঠিকানায় এওি নামের কেউ নেই। ফলে তার ধারনা নতুন যুক্ত হওয়া নাম গুলো হল রোহিঙ্গাদের।

তিনি আরো বলেন, সার্ভারে নিজে কাজ না করলেও অটোমেটিক রোহিঙ্গার নাম যুক্ত হচ্ছে।

এদিকে চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল ও পরিষদের সচিব আব্দুল্লা আল তারিক জানান, ঘটনার পর উদ্যোক্তা শ্যামল মাহাতোর কম্পিউটার ওপেন করে তার ফেসবুক চেক করলে  যেসব তথ্য আদান প্রদান করা হয়েছে তার থেকে এই প্রমাণ হয় যে পুর্বের সচিব ও উদ্যোক্তা শ্যামল মাহাতো এই অপকর্মের সঙ্গে জরিত।

চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল জানান, এই ঘটনার সঙ্গে জরিত শ্যামল মাহাতোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ করা হয়েছে এবং বেশকিছু আলামতও জমা দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন সহ সার্ভার ব্লক করে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার সকল সার্ভারের পাসওয়ার্ডও পরিবর্তন করা হয়েছে।
  

Bootstrap Image Preview