Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


ফুলবাড়ীর কাটাবাড়ী গ্রামে সমতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের আয়োজনে বিজয় ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিজয় ব্যাটমিন্টন টুর্নামেন্ট-১৮ উদ্বোধন অনুষ্ঠান সমতা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক এসএম রাসেল পারভেজ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা লিয়াকত আলী একাডেমীর পরিচালক মুফতি মওলানা তোফায়েল আহমেদ, ওয়ান ডায়াগনষ্টিক সেন্টারের পরিচাল হাসান ফরিদ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোঃলিঃ এর সহ-ব্যবস্থাপক সাইফুল ইসলাম, হলিচাইল্ড স্কুলের পরিচালক আব্দুল হামিদ সুমন প্রমুখ। 

খেলায় ড্যানিস ও মেরাজ এর দলকে ২ এক সেটে গেম দিয়ে বাধন ও সাইনুর চাম্পিয়ান হন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 

Bootstrap Image Preview