Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার 

আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার একদিনপর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর)  শ্রীনগর উপজেলার বিরতারা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।তিনি ফরিদপুর জেলার রাজবাড়ী উপজেলার ভেড়ামারা গ্রামের তসলিম উদ্দিনের পুত্র এবং পেশায় একজন দর্জি। 

পরে শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার দানিয়াপাড়া গ্রামস্থ আরাফাত হাসপাতালের পিছনের একটি পরিত্যক্ত বাশ বাগানে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ১১ টার দিকে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে । 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


 

Bootstrap Image Preview