Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


কেরানীগঞ্জে নূর বেগম (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের স্বামীর নাম কবির হোসেন বলেন, তিনি আগানগর ইস্পাহানি এলাকায় ভাড়া থেকে বিভিন্ন মার্কেটে টিফিন কেরিয়ারে করে ভাত বিক্রির কাজ করতেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, মরদেহের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview