Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে প্রশ্নফাঁসকারী চক্রের ৭ সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আজ শনিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মাছুদুর রহমান পিপিএম।

তিনি জানান, শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ভিত্তিতে দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগ।

আটককৃতরা হল- সোহেল রানা, রবিউল আউয়াল,  মাহমুদুল,  আনসারুল ইসলাম,  শ্রী দেবাশীষ,  রাজিউর রহমান ও  রেজাউল করিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে থাকে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে এ চক্রের কয়েকজন সদস্য ডিভাইসসহ পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহন করে। প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্র জব্দকৃত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে তা কেন্দ্রের বাহিরে অবস্থানরত উক্ত চক্রের অন্যান্য সদস্যদের নিকট প্রেরণ করে। বাইরে অবস্থানরত সদস্যরা দ্রুত প্রশ্নপত্র সমাধান করে পুনরায় তা তাদের চুক্তি অনুযায়ী পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করে। এ প্রক্রিয়ায় তারা অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের নিকট থেকে অবৈধভাবে মোটা অংকের অর্থ সংগ্রহ করে।

এ সংক্রান্তে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview