Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কার মাথায় উঠবে ‘বিশ্ব সুন্দরী’র মুকুট?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


আর মাত্র কয়েক ঘন্টা পরই জানা যাবে কার মাথায় উঠছে এবারের ‘বিশ্ব সুন্দরী’র মুকুট। সেরা সুন্দরীর মাথায় মুকুট তুলে দিতে চীনের সানাই শহরে বসছে মিস ওয়ার্ল্ড এর গ্র্যান্ড ফিনালের জমকালো আসর।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নিয়ম হলো, যিনি বিশ্ব সুন্দরী হবেন তাকে মুকুট পরিয়ে দিবেন আগের বারের বিশ্ব সুন্দরী। আর তাই নতুন বিশ্ব সুন্দরীকে মুকুট পরিয়ে বরণ করে নিতে ইতিমধ্যেই সানাই শহরে পৌঁছেছেন গতবারের বিশ্ব সুন্দরী ভারতের মানুশি চিল্লার।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিরাজ করছে টানটান উত্তেজনা। আর প্রতিযোগীরা পার করছেন রোমাঞ্চকর সময়। প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে বিশ্বের সেরা ৩০ সুন্দরী লড়ছেন গ্র্যান্ড ফিনালেতে। এখান থেকেই নির্বাচিত হবেন এবারের বিশ্ব সুন্দরী।

এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে লড়ছেন। তাই তো ঐশীর দিকে তাকিয়ে আছেন সারা দেশ। মেধা ও সৌন্দর্যের প্রতিযোগিতার সবচেয়ে বড় এই আসরে এরই মধ্যে অনেক ঘটনা আর অঘটনের জন্ম দিয়েছেন বাংলাদেশের এই প্রতিযোগী। তাই তো কেউ কেউ ঐশীকে নিয়ে আশাবাদীও হয়ে উঠেছেন।

Bootstrap Image Preview