Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় দিন শেষে চালকের আসনে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে আছে ভারত। প্রথম ইনিংস থেকে ১৫ রানের লিড পেয়েছিল তারা। দ্বিতীয় ইনিংসে তারা ৩ উইকেট হারিয়ে আরো ১৫১ রান তুলেছে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে সাত উইকেট হাতে রেখেই ১৬৫ রানে এগিয়ে আছে ভারত। 

অসিরা টেস্টের  দ্বিতীয় দিনে ৮ উইকেট ১৯১ রান নিয়ে দিন শেষ করেছিল। তবে আজ সেখানে থেকে বেশি দূর যেতে পারিন তারা। অস্ট্রেলিয়া ৪৪ রান যোগ করে এদিন। ২৩৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বল হাতে ভারতের হয়ে ইশান্ত শর্মা ২টি, জসপ্রীত বুমরাহ ৩টি, মোহম্মদ শামি ২টি, রবিচন্দ্রণ অশ্বিন ৩টি উইকেট পেয়েছেন। এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।

সব মিলিয়ে ১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেন ভারতীয় ব্যাটসম্যানরা। কেএল রাহুল ভালো শুরু করেও উইকেট দিয়ে ফেরেন। মুরলী বিজয়ও বেশিক্ষণ টেকেননি। রাহুল ৪৪ রানে ও বিজয় ১৮ রানে ফেরেন। এরপরে পূজারা ও কোহলি ইনিংসের হাল ধরেন। ১০৪ বলে থেকে ৩৪ রান করে লায়নের বলে ফিঞ্চের হাতে ধরা পড়েন অধিনায়ক বিরাট কোহলি। 

আজকের দিনে কোহলির ৩৪ রানে নতুন মাইলফলকে পৌঁছে গেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন তিনি। মাত্র ৯ টেস্টে তিনি এ মাইলফলক স্বর্শ করেন তিনি। যেখানে টেন্ডুলকার খেলেছেন ১২টি টেস্টে।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ক্রিজে আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রাহানে। পুজারা ৪০ রানে এবং রাহানে ১ রান করে অপরাজিত আছেন।দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও নাথান লিয়ঁ ১টি করে উইকেট নিয়েছেন।

Bootstrap Image Preview