Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঐশীর দিকে তাকিয়ে আছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


প্রথম বাংলাদেশি হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’র গ্র্যান্ড ফিনালেতে পৌঁছেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আর কিছুক্ষণ পরই জানা যাবে, কার মাথায় উঠছে সেরার মুকুট। ঐশী কি পারবে এবারের আসরের সেরা সুন্দরী হতে? গ্র্যান্ড ফিনালে শুরুর আগে দেশবাসীর কাছে দোয়া চেয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন ঐশী।

ভিডিও বার্তায় ঐশী বলেন, গ্র্যান্ড ফিনালের জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে। এটা নিয়েই ব্যস্ত ছিলাম। তার জন্য কোনো ছবি বা ভিডিও পোস্ট করা সম্ভব হয়নি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন নিজের দেশকে ভালোমতো রিপ্রেজেন্ট করতে পারি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি।’

শনিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫ টায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী। এরই মধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে ভোটিং পর্ব শেষ হয়েছে। ভোটে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের মেয়ে ঐশী। তিনি ৭ শতাংশ ভোট পেয়েছেন। ৩১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন নেপালের সুন্দরী শৃঙ্খলা। ১৭ শতাংশ ভোটে দ্বিতীয় অবস্থানে আছেন মঙ্গোলিয়ার সুন্দরী।

Bootstrap Image Preview