Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিজবুল্লাহকে অর্থদানের কথা স্বীকার করল তাজিদীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


লেবাননের ব্যবসায়ী কাশিম তাজিদীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানো সংক্রান্ত অভিযোগের ব্যাপারে দোষ স্বীকার করেছেন। মার্কিন কর্তৃপক্ষ তাকে হিজবুল্লাহ’র প্রধান অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে একথা বলা হয়। এতে তার পাঁচ বছরের সাজা হতে পারে।

৬৩ বছর বয়সী ব্যবসায়ী তাজিদীন ওয়াশিংটনের একটি আদালতে তার দোষ স্বীকার করেন।

মার্কিন অর্থ বিভাগ ২০০৯ সালের মে মাসে হিজবুল্লাহ’র সাথে জড়িত থাকা প্রশ্নে আন্তর্জাতিক মানের সন্ত্রাসী হিসেবে তাজিদীনের নাম প্রকাশ করে। উল্লেখ্য, হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি শিয়া রাজনৈতিক দল ও উগ্রপন্থী গ্রুপ।

বিবৃতিতে আরো বলা হয়, বিদেশে গ্রেফতার হওয়ার পর ২০১৭ সালের মার্চ মাসে তাজিদীনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। আর তারপর থেকেই তিনি বন্দি রয়েছেন।

Bootstrap Image Preview