Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:১১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:১১ PM

bdmorning Image Preview


মাগুরার রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চত্বরে লিগ্যাল এইড বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির এর সভাপতিত্বে পরিষদ চত্বরে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচি, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রোস্তম আলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ, পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন, ডা. সুব্রত বিশ্বাস, এ্যাড.সমর মজুমদার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান, সাংবাদিক এম এ হাকিম, মশিউর রহমান, মনিরুল ইসলাম, কবিতা বেগম, হাফিজ মোল্যা প্রমুখ। 

কর্মশালায় বক্তারা জানান, সরকারের উদ্যোগে অসহায় ও গরীব জনগণকে আইনি সেবা দেয়ার যে যুগান্তকারী  কর্মসূচি বর্তমান সরকার চালু করেছে, তার সফলতা নির্ভর করে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষ যত সচেতন হবে, তাদের আইনগত সহায়তা দেয়া তত বেশি সহজ হবে। অর্থের অভাবে যেন কোন মানুষ আইনি সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্যই এ কর্মসূচি নেওয়া হয়েছে।  

                               

Bootstrap Image Preview