Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মির্জা আব্বাসের বিপক্ষে মেননের আপিল ইসিতে নামঞ্জুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪১ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪১ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেন। তবে তার আপিলটি নামঞ্জুর করে দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার দুপুরে মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন আইনজীবী জিয়াদ আল মালুম।

এ ছাড়াও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে তাদের দু’জনকেই নির্বাচনে থাকার আদেশ দেয় নির্বাচন কমিশন। এর মাধ্যমে নাজমুল হুদা ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র থেকে ও মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হলেন।

এ দিকে ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার(৮ ডিসেম্বর) বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল-নিষ্পত্তির শেষ দিন শুনানি নিয়ে এ সিদ্ধান্ত দেয় ইসি।

এর আগে গত ২৮ নভেম্বর ঋণখেলাপির কারণে আফরোজা আব্বাসের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন ঢাকা জেলার বিভাগীয় কর্মকর্তা।

Bootstrap Image Preview