Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'হৃদরোগে' আক্রান্ত হয়ে রামেকে ভর্তি মিনু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

বুলবুল আরও জানান, রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন মিজানুর রহমান মিনু। তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।

Bootstrap Image Preview