Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুম্বাই হামলাকারীদের শাস্তি পাকিস্তানও চায়: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীরা শাস্তি পাক তা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান বলেন, ওই মামলার কী হল তা জানতে চেয়েছি। ওই মামলার নিষ্পত্তি জরুরি। কারণ মুম্বাই হামলা একটি জঙ্গি হামলা।

সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে দেয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রশ্ন করা হয়-ভারত বহুদিন ধরেই দাবি করে আসছে, মুম্বাই হামলার মূল হোতা শাস্তি পাক। টানা ৯ বছর ধরে ওই মামলার শুনানি হচ্ছে। কোনো ফল হয়নি। এ নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

মার্কিন সাংবাদিকের ওই প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীরা শাস্তি পাক তা আমরাও চাই। ২০০৮ সালে চালানো ওই সন্ত্রসী হামলার মামলাটি বর্তমানে কী অবস্থায় আছে তা জানতে চেয়েছি। পাকিস্তানের স্বার্থেই ওই মামলার নিষ্পত্তি জরুরি।

Bootstrap Image Preview