Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুবিসাসের নির্বাচন ১২ ডিসেম্বর, নির্বাচন কমিশন গঠন

দেলোয়ার হোসাইন শরীফ, কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ- ২০১৯ নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়েছে এবং ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র দফতর সম্পাদক নাজমুল সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) ৩২তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ২০১৮ তে কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. কে. এম. রায়হান উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার এবং কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়াকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

 

Bootstrap Image Preview