Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির সামনে ২০০’র মাইলফলক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৬ PM

bdmorning Image Preview


ওয়ানডে ফরম্যাটে ২শতম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামলেই এমন মাইলফলক স্পর্শ করবেন ম্যাশ।

তবে বাংলাদেশের হয়ে ১৯৮তম ম্যাচ খেলতে নামবেন মাশরাফি। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে ১৯৯টি ও দেশের জার্সি গায়ে ১৯৭টি ওয়ানডে খেলেছেন মাশরাফি।নিজের ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে দু’টি ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। ম্যাচ দু’টি ছিলো ২০০৭ সালের জুনে।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক হয়েছিল মাশরাফির। এরপর পরবর্তী ১৭ বছরে তিনি এ পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১৯৯টি। উইকেট নিয়েছেন ২৫২টি। আর ব্যাট হাতে রান করেছেন ১৭২২টি। সর্বোচ্চ রান অপরাজিত ৫১।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ও মাশরাফি। ১৯৭টি ম্যাচ খেলেছেন তিনি। মাশরাফির পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিনি খেলেছেন ১৯২ ওয়ানডে। চতুর্থ স্থানে থাকা তামিম ইকবাল খেলেছেন ১৮৩ ওয়ানডে। আর পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ আশরাফুল খেলেছেন ১৭৭ ওয়ানডে।

Bootstrap Image Preview