Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৪৯ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৪৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের পটিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে সম্রাট কামাল উদ্দিন ওরফে কানা কামাল নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তিনি উপজেলার হুলাইন আকবর পাড়ার মৃত আবদুল ছমদের ছেলে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ রাত তিনটার দিকে লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, অব্যবহূত তিন রাউন্ড কার্তুজ, দুটি গুলির খোসা, ৮০০ পিস ইয়াবা ও পকেটে থাকা ৪০০ টাকা উদ্ধার করেছে। তবে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কারা সেটা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

আরো পড়ুন: অধিকার আদায়ে পারিবারিক ঝামেলা যেন না হয়: নারীদের প্রতি প্রধানমন্ত্রী

নিহত কামালের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ আটটি মামলা রয়েছে জানিয়ে পটিয়া থানার ওসি শেখ মো. নেয়াম উল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে কানা কামাল নিহত হয়েছেন।

Bootstrap Image Preview