টাইগার দলের সব থেকে সাফল্য ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। ২০০১ সালে ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে এই ক্যাপ্টেনের এক দিনের ম্যাচে অভিষেক হয়। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৮টি বছর পার করে ফেলেছেন তিনি। দেড় যুগের এই পথ মাশরাফির জন্য মোটেও সহজ ছিলো না। প্রতিনিয়ত তাকে লড়াই করতে হয়ে ইনজুরির সাথে কিন্তু তাঁর পরেও দমে যাননি এই ডান হাতি পেসার। ইনজুরিকে জয় করে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেট।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্যে দিয়ে দেশের হয়ে সব থেকে ওয়ানডে ম্যাচ খেলে ফেললেন ম্যাশ।দেশের তিনিই প্রথম ২০০টি ওয়ানডে ম্যাচ খেললেন। যা এর আগে কোন টাইগার ক্রিকেটার খেলেননি।
নিজের ২০০তম ম্যাচ খেলার প্রসঙ্গে গতকাল ম্যাশ জানিয়ে ছিলেন,,ধন্যবাদ মনে করার জন্য। আমার আসলে খেয়াল ছিল না। আমি আগেও বলেছি, এই গুলো আমাকে টাচ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের ম্যাচটা জেতা। এইদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অন্তত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছো।এটা অবশ্যই একটা অর্জন। ওই জায়গা থেকে অবশ্যই ভালো লাগবে। কিন্তু কালকের ম্যাচের উপরে আর কিছুর গুরুত্ব একেবারেই নাই। এটা চিন্তা করে খেলার সুযোগ নেই। কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে জিততে হবে এটাই।
মাশরাফি এখনো পর্যন্ত ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে ৭৯৭৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ২৫২টি।