Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মনোনয়নবঞ্চিত নেতাদের সম্মানিত করা হবেঃ কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতাদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগ এবং মহাজোটের অনেক নেতাই মনোনয়ন বঞ্চিত হয়েছে। তবে এতে তাদের হতাশার কিছু নেই।  প্রকৃত সম্মাননা পাবেন তারা। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দলেরও যারা মনোনয়ন বঞ্চিত, যারা শরিকদেরও মনোনয়ন বঞ্চিত আমরা তাদেরকে ক্ষমতায় ফিরে এলে আল্লাহ রহমতে মর্যাদার আসন দেবো।’ 

বিএনপি যদি নিজেদের মধ্যে সংকট দেখিয়ে সরে না যায়, তাহলে নির্বাচনকে ঘিরে দেশে আর কোনো সংকট নেই বলেও জানান ওবায়দুল কাদের।

Bootstrap Image Preview