Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জয়ের পাল্লাটা ভারতের দিকেই থাকল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনেই জয়ের সুবাস পাচ্ছে কোহলির ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে শেষ হল ভারতের ইনিংস।টেস্ট জিততে গেলে অজিদের লক্ষ্য দাঁড়ায় ৩২৩ রান। জবাব দিতে নেমে ৪ উইকেটে ১০৪ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাই বলাই যায় শেষ দিনে ভারতের দিকেই জয়ের পাল্লাটা থাকল।

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ১৫১/৩। ১৬৬ রানের লিড নিয়েছিল ভারত। সেখান থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। এই দুই ব্যাটসম্যান চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়ে তোলেন। মূলত এই দ্বিতীয় ইনিংসে বড় রানের লিড গড়ায় এই পাটনারশিপ মুখ্য ভূমিকা পালন করেছে। 

দলীয় ২৩৪ রানে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা পূজারার উইকেট হারায় ভারত। লায়নের বলে আউট হওয়ার আগে ২০৪ বলে ৭১ রান করেন তিনি।পঞ্চম উইকেটে নামা  রোহিত শর্মা তারপরে ব্যাটিং করতে নেমে টিকতে পারেননি বেশিক্ষণ। ৬ বলে মাত্র ১ রান করে সিলি পয়েন্টে হ্যান্ডসকম্বের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত।

ষষ্ঠ উইকেটে মাঠে নামেন ঋশভ পান্ত। রাহানের সাথে কিছুটা সঙ্গ দেন এই উইকেটকিপার। কিন্তু ব্যক্তিগত ২৮ রানে পান্ত শিকার হন লায়নের। ভারতের দলীয় রান তখন ২৮২। এরপর অশ্বিনকে নিয়ে ভারতের লিড তিনশো পাড় করেন রাহানে। 

দলীয় ৩০৩ রানে জোড়া উইকেট হারায় ভারত।এসময় মিচেল স্টার্ক অশ্বিন (৫) ও রাহানেকে ৭০ রানে প্যাভিলনে ফেরত পাঠান। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর দ্রুত শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। 

৩২৭ রানে লক্ষে ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় অসিরা। এসময় অধিনায়ক ফিঞ্চকে ১১ রানে ফেরান অশ্বিন। অন্য ওপেনার হ্যারিস ২৮ রান করে ফেরেন। এছাড়া খোয়াজা করেন ৮ রান।

দলীয় ৬০ রানে খোয়াজার বিদায়ের পর কিছুটা প্রতিরোধ গড়েছিল হ্যান্ডকম্বস ও শন মার্শ। তবে দলীয় ৮৪ রানে ১৪ রান করা হ্যান্ডকম্বসকে ফেরান। তবে দিনের বাকিটা পথ আর কোনো অঘটন ছাড়াই পার করেছে অস্ট্রেলিয়া। 

পঞ্চম উইকেটে শন মার্স ও ট্রভিস হেডের অবিচ্ছিন্ন ২০ রানের জুটিতে দিন শেষ করে অস্ট্রেলিয়া। মার্স ৩১ ও হেড ১১ রান নিয়ে পঞ্চম দিনেরে খেলা শুরু করবে। টেস্টে জিতলে তাদরে শেষ ৬ উইকেটে এখনো ২১৯ রান প্রয়োজন।

Bootstrap Image Preview