Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরার ১০ নারী পেল জয়িতার সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview


সমাজের বিভিন্ন স্তরে সফলতার স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সাতক্ষীরার দশ নারীকে শ্রেষ্ঠ জয়িতার  সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ রবিবার সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বাস্থ্য কর্তকর্তা জগদীশ হাওলাদার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় বলেন, জয়িতারা সমাজে আলোর পথ দেখিয়েছেন। তাদের অনুসরণ করে সকল নারীদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বেগম রোকেয়া সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করে গেছেন। আমাদের প্রত্যেককে বেগম রোকেয়ার পথ বেয়ে চলতে হবে বলে মন্তব্য করেন তিনি।    

Bootstrap Image Preview