Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যান্সারে আক্রান্ত শহিদ কাপুর, চলছে চিকিৎসা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৩১ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


ইরফান খান, সোনালি বেন্দ্রে, নাফিসা আলির পর এবার  মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বলিউড তারকা শহিদ কাপুর। তিনি পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত এবং তার চিকিৎসা চলছে, সম্প্রতি বলিপাড়ায় এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তার পরিবার এই খবরকে গুজব বলে নিশ্চিত করেছেন।

শহিদের পরিবারের এক সদস্য বলেন, ' আরে যা খুশি তাই খবর ছড়িয়ে পড়ে? এধরনের খবর কোথা থেকে পেলেন? এধরনের গুজব কারা রটায়?’

সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হওয়া শহিদের কান্সারের গুজবে বেশ চটেছেন তার পরিবার।তবে এই বিষয়ে শহিদের কোন মন্তব্য পাওয়া যায়নি।    

আপাতত  তেলেগু ব্লকবাস্টার ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক 'কবীর সিং' নিয়ে ব্যস্ত সময় পার করছেন শহিদ। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।

Bootstrap Image Preview