Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোবা ছেলের ‘নিশ্চুপ ভালোবাসা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৭ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


কিশোর রাব্বানীর চিত্রনাট্যে ও রাশেদ খানের প্রযোজনায় নির্মাণ করা হচ্ছে নতুন চলচ্চিত্র ‘নিশ্চুপ ভালোবাসা’। রুবেল মাহমুদের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন আফফান মিতুল ও সারা জেরিন।

এ প্রসঙ্গে পরিচালক রুবেল মাহমুদ বলেন, ‘আমরা ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ছবিটির প্রথম লটের কাজ করেছি এবং খুব শীগ্রই আমরা দ্বিতীয় লটের কাজ শুরু করবো।’

অন্যদিকে আফফান মিতুল বলেন, ‘এটা মূলত একটি গল্প প্রধান চলচ্চিত্র। একটি প্রেমকাহিনী গল্পের অবলম্বনে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। আমরা চেষ্টা করছি ছবিতে আমাদের চরিত্রটি ভালোভাবে তুলে ধরার জন্য। তবে আশা করছি দর্শকদের কাছে ভালো লাগবে।’

প্রসঙ্গত, ছবিতে একজন বোবা ছেলে ‘কিশোর’র চরিত্রে দেখা যাবে আফফান মিতুলকে এবং তার সঙ্গে গ্রামের চঞ্চল তরুণী ‘নিঝুম’ চরিত্রে হাজির হবেন জেরিন।

Bootstrap Image Preview