Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে হীরা ব্যবসায়ী খুনে আটক সিরিয়াল অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের মুম্বাইয়ে হারী ব্যবসায়ী রাজেশ্বর কিশোরীলাল উড়ানির হত্যাকাণ্ডে টেলিভিশনের পরিচিত মুখ কলকাতার অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পন্তনগর থানার পুলিশ। এ ছাড়া এক প্রাক্তন বিজেপি নেতার নামও জড়িয়ে গেছে এই খুনের সঙ্গে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দিন দশেক ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোটিপতি হীরা ব্যবসায়ী রাজেশ্বর কিশোরীলালকে। তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। শনিবার পানভেল ড্যামের একটি ঝোপের মধ্যে থেকে কিশোরীলালের গলাপচা মৃতদেহ উদ্ধার হয়।

ঘাটকোপারের বাসিন্দা কিশোরীলালের খুনের তদন্তে নেমে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করে পুলিশ। টিভি সিরিয়াল ‘সাথ নিভায়া সাথিয়ার ‘গোপী বহু’ চরিত্রে অভিনয় করা দেবলীনার সঙ্গে কিশোরীলালের দীর্ঘদিনের চেনাজানা ছিল বলে জানিয়েছে পুলিশ। আরও বেশ কয়েকজন টিভি অভিনেত্রী ও বার ডান্সারদের সঙ্গে কিশোরীলালের ঘনিষ্ঠতা ছিল বলে তদন্তে উঠে এসেছে।

কিশোরীলালের খুনে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তন বিজেপি নেতাকে। মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী প্রকাশ মেহতার প্রাক্তন সহযোগী সচিন পাওয়ার এই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ।

Bootstrap Image Preview