Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আজ (১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের জন্য ৬৩টি প্রতীক সংরক্ষিত আছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, আজ সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এবারের নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে। দলগুলোর নিজস্ব প্রতীক রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৪টি প্রতীক বরাদ্দ আছে। সবমিলিয়ে এবার প্রতীক সংখ্যা ৬৩টি’ যোগ করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

ইসি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীক হচ্ছে-ছাতা, নৌকা, কুলা, মই, আম, গাভি, রিকশা, দেয়াল ঘড়ি, সাইকেল, ধানের শীষ, লাঙ্গল, গরু গাড়ি, খেজুর গাছ, কাঁঠাল, হাতপাখা, হাত (পাঞ্জা), চাকা, কবুতর, মশাল, ফুলের মালা, উদীয়মান সূর্য, চেয়ার, মোমবাতি, ছড়ি, গামছা, কুঁড়ে ঘর, তারা, বটগাছ, মাছ, হাতঘড়ি, হুক্কা, টেলিভিশন, কাস্তে, হাতুড়ি, গোলাপ ফুল, হারিকেন, বাঘ, মিনার ও কোদাল।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক হচ্ছে-একতারা, কুড়াল, ট্রাক, তরমুজ, নোঙ্গর, বেঞ্চ, মাথাল, সিংহ, কলার ছড়ি, খাট, ডাব, দাবাবোর্ড, আপেল, কুমির, ঘণ্টা, তবলা, দালান, বাঁশি, মোটরগাড়ি (কার), শামুক, ফুলকপি, বেলুন, রকেট ও সুটকেস।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দল ও জোটগুলোকে চূড়ান্ত প্রার্থী তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। এরপর তালিকা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন তারা।

Bootstrap Image Preview