Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-৪, ৫ ও ৬ আসনে প্রতীক পেলেন যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। 

আজ সোমবার সকাল থেকে রাজধানীতে জেলা প্রশাসকের কার্যালয়, রির্টানিং কর্মকর্তার অফিস এবং নির্বাচন কমিশন থেকে একযোগে দেওয়া প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।

সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকা ৪ আসনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রতীক পাওয়ার পরই প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। সে হিসেবে সংসদ নির্বাচনের জন্য আজ থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

ঢাকা-৪ আসনে প্রতীক পেলেন যারা-

১।  সালাহউদ্দিন আহমেদ (বিএনপি), ধানের শীষ

২। সৈয়দ আবু হোসেন বাবলা (জাপা), লাঙল

৩।  কবির হোসেন (বিকল্পধারা), কুলা  

৪।  সুমন কুমার রায় (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), আম

৫।  সৈয়দ মোসাদ্দেক বিলাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), হাতপাখা

৬।  আজাদ মাহমুদ (জাকের পার্টি), গোলাপফুল

৭।  সহিদুল ইসলাম (জাসদ), মাছ

ঢাকা-৫ আসনে প্রতীক পেলেন যারা-

১।  এস এম আলতাফ হোসেন (গণফোরাম), উদীয়মান সূর্য

২।  মীর আবদুর সবুর (জাতীয় পার্টি), লাঙ্গল

৩।  আবদুর রশিদ (ন্যাপ), কুঁড়েঘর

৪।  মো আবদুল কাইয়ুম (ইসলামিক ঐক্য জোট), মিনার

৫।  আরিফুর রহমান সুমন মাস্টার (ন্যাশনাল পিপলস পার্টি), আম

৬।  আলতাফ হোসেন (ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন), হাতপাখা

৭।  নবীউল্লাহ (বিএনপি), ধানের শীষ

৮।  রবিউল ইসলাম (জাকের পার্টি), গোলাপ ফুল

৯।  শামীম মিয়া (গণফোরাম), মাছ

১০।  হাবিবুর রহমান মোল্লা (আওয়ামী লীগ), নৌকা

ঢাকা-৬ আসনে প্রতীক পেলেন যারা-

১. আহম্মেদ আলী শেখ (গণফ্রন্ট), মাছ

২. কাজী ফিরোজ রশীদ (জাতীয় পার্), লাঙ্গল

৩. ববি হাজ্জাজ (বাংলাদেশ মুসলিম লীগ), হারিকেন

৪. মো. আকতার হোসেন (এনপিপি), আম

৫. মো. আবু তাহের (কমিউনিস্ট পার্টি) কাস্তে

৬. অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (গণফোরাম), উদীয়মান সূর্য

৭. সৈয়দ নাজমুল হুদা (জাপা-কাজী জাফর), বাইসাইকেল

৮. মনোয়ার হোসেন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), হাত পাখা

প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা নিজ নিজ এলাকায় প্রচার চালাবেন। ১৯ দিনের প্রচার শেষ হবে ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টায়। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview