Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওপেকের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত আমেরিকার জন্য পরাজয়: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


আমেরিকার চাপ উপেক্ষা করে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক তেল উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা আমেরিকার জন্য আরেকটি পরাজয় বয়ে এনেছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ওয়াশিংটন দাবি করেছিল, নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে ইরান ও ভেনিজুয়েলার তেল সরবরাহ কমে যাওয়ার ফলে যাতে তেলের দাম বেড়ে না যায় সেজন্য তেল উৎপাদন বাড়ানো দরকার।

ওপেকের তেলমন্ত্রীদের সম্মেলন থেকে দেশে ফিরে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে প্রেসিডেন্টের কাছে একটি প্রতিবেদন জমা দেন।  মন্ত্রিসভার বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনার পর প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, আমেরিকা তেলের উৎপাদন বাড়িয়ে দেয়ার ব্যাপক চেষ্টা করলেও ওপেকভুক্ত দেশগুলোর প্রতিরোধ ও ইরানের কঠোর  প্রচেষ্টার ফলে মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয় যা ছিল ওয়াশিংটনের জন্য বড় ধরনের পরাজয়।

ওপেকের বৈঠক শুরুর আগে মার্কিন সরকার সৌদি আরবসহ নিজের মিত্র দেশগুলোর প্রতি তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছিল।

 

Bootstrap Image Preview