Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


মেহেরপুরের গাংনীতে প্রতীক টাঙানোকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজ সোমবার সকালে দূর্লভপুর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- গাংনী উপজেলার দূর্লভপুর মাঠ পাড়া এলাকার মুক্তার আলী মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৫২), আজমত আলী (৫৫), জহর আলী মন্ডলের ছেলে ওসমান গনি (৪৫), হেকমত আলীর ছেলে জিয়াউর রহমান (৪৫) ও এনামুল হক (৪৮)। এদের মধ্যে আব্দুর রাজ্জাক, ওসমান গনি, জিয়াউর রহমান ও আজমত আলীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আজমত আলীর ছেলে রাসেল হোসেন ও স্ত্রী মর্জিনা খাতুন অভিযোগ করে বলেছেন, দলের প্রতীক টাঙানোর অপরাধে ছাত্রলীগ নেতা তোহিদুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের বজলুর রহমান, সুমন হোসেন, ইসমাইল হোসেন, মুসা, জাব্বারুল ইসলাম, সেন্টু হোসেন সোহেল রানাসহ ১৫-২০ জন একদল লোক রামদা, লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। 

তারা আরও বলেন, ছাত্রলীগ নেতা তোহিদ স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। আমরা আওয়ামী লীগ প্রার্থীর সমর্থিত লোক। তাই সেটা সে মেনে নিতে পারছে না। এ ঘটনার পর ওই এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে বলেও জানিয়েছে এলাকাবাসী।

তবে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মকবুল হোসেন মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিনে তার মনোনয়পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এ ব্যাপারে গাংনী থানা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলাম জানান, গতকাল রবিবার রাতে জিয়া ও তাদের লোকজন ভরাট গ্রামের খবির উদ্দীনের ছেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী তক্কেল হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তক্কেল হোসেন এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরেক কর্মী আযাদ হোসেনের চায়ের দোকানে হামলা করে ভাঙচুর করেছে। পরে তাদের বানানো প্রতীকী নৌকা নিজেরাই ভাঙচুর করেছে। 

নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এ ব্যাপারে বলেছেন, বিষয়টি পারিবারিক শত্রুতার জের ধরে ঘটে থাকতে পারে। তবে বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখব।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে গেছে। তবে আহত পক্ষের লোকজন মামলা করতে আসছে বলে শুনেছি।

Bootstrap Image Preview