Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বলিউডে আসছেন টেন্ডুলকারের মেয়ে সারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:৪১ PM

bdmorning Image Preview


ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার এবার বলিউডের সিনেমায় নাম লেখাতে চলেছেন। খুব শীগ্রই বলিউডে অভিষেক হতে চলেছে তার।

জানা যায়, ‘পিকে’ খ্যাত অভিনেতা আমির খানের ‘দিল্লি বেলি’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে অঞ্জলি আর সারাকে দেখতে পাওয়ার পর থেকেই তার বলিউড ডেবিউ নিয়ে বেশ সরগরম ছড়িয়ে পড়ে মিডিয়াগুলোতে। শহীদ কাপুরের বিপরীতেই তিনি প্রথম বড় পর্দায় মুখ দেখাবেন বলে জানা যায়।

বিশ বছর বয়সী সারা বর্তমানে লন্ডনের একটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন। ইনস্টাগ্রামেও বেশ সরব তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, রূপে রঙে তিনি বলিউড অনেক তারকাদেরও হার মানিয়েছেন। তিনি মূলত ‘শচীন অ্যা বিলিয়ান ড্রিমস’ ছবির প্রিমিয়ারের মধ্য দিয়েই বেশ আলোচনায় চলে আসেন।

সারার বয়স বিশ হলেও তার লাভ-লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনায় এসেছেন। এক সময় গুঞ্জন ছড়ায় টিভি অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন তিনি। তবে এই ব্যাপার নিয়ে কখনই কিছু বলেননি তিনি। এমনকি শচীনও সবসময় এড়িয়ে গেছেন এই বিষয়টি নিয়ে।  

 

Bootstrap Image Preview