Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬০০ কোটির মাইলফলক স্পর্শ করল ‘২.০’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ PM

bdmorning Image Preview


শঙ্কর পরিচালিত ‘২.০’ সিনেমাটি গত ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। রজনীকান্ত অভিনীত ছবিটি বক্স অফিস দাপিয়ে ব্যবসা করছে। প্রথম সপ্তাহেই ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে সিনেমাটি।

ছবিটি মুক্তির ১১তম দিনে সফলভাবে ৬০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এবং এখন পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬২৩ কোটি ১৯ লাখ রুপি।

তামিলনাড়ুতে সিনেমাটি ব্যাপক সাড়া পেয়েছে। শুধুমাত্র এই রাজ্য থেকেই ছবিটি আয় করে ১৪৯ কোটি ৫১ লাখ রুপি এবং চেন্নাইতেও বেশ ভালো ব্যবসা করেছে,সেখানে মোট আয় করেছে ১৭ কোটি ৮ লাখ রুপি।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবারই প্রথম এই সিনেমাটির মধ্য দিয়ে মেগাস্টার রজনীকান্তের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন, অভিনেতা সুধাংশু পাণ্ডে ও আদিল হুসেন।

 

Bootstrap Image Preview