কিশোরগঞ্জ শহরের রাকুয়াইল এলাকায় নিজ বাসায় আত্মহত্যাকারী তরুণী ফৌজিয়া খানম অন্তুর মৃত্যুর জন্য দায়ী সুমন মিয়ার ফাঁসির দাবীতে মানব বন্ধন করেছেন কলেজের ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী।
আজ সকাল ১১টার সময় গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত ফৌজিয়া খানম অন্তু গুরুদয়াল সরকারি কলেজ থেকে এবছর মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরের রাকুয়াইল এলাকার প্রবাসী ফরিদ উদ্দিন খানের মেয়ে।
জানা গেছে, গত শুক্রবার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের রাকুয়াইল এলাকায় নিজ বাসায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তরুণী ফৌজিয়া খানম অন্তু। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটে নিজেই নিজের মৃত্যুর কারন লিখে যান তিনি।
সেখানে তিনি তার আত্মহত্যার জন্য দায়ী করেন সহকারী জজ সুমন মিয়া (গাইবান্ধা)কে। তার সুইসাইড নোট অনুযায়ী দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক এবং বর্তমানে তার প্রতি অনিহা থেকেই তিনি আত্মহত্যার পথ বেচে নেন। মৃত্যুর আগে সুইসাইড নোটে তিনি সুমন মিয়ার দৃষ্টান্ত মূলক শাস্তিও দাবী করে গিয়েছেন।