Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরায় ৭৭ জন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:২২ PM

bdmorning Image Preview


সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরী অনশুটার গান ও এক রউন্ড গুলি, ৭০ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদক। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়েছে।  

গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২৪ জন, কলারোয়া থানা থেকে ১২ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Bootstrap Image Preview