Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেঞ্চুরির ম্যাচে তামিমের ১২ হাজার রান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


ক্যারিবিয়ানদের বিপক্ষে ফিফটি করে আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফর্মেট মিলিয়ে বারো হাজার রানের মালিক হয়ে গেলেন টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বারো হাজার রানে পৌঁছানোর জন্য আজ তামিমের প্রয়োজন ছিলো ৪৭ রান। বিষয়টা  খান সাহেব না জানলেও কাজটি ঠিকই করেছেন। ৬৩ বলে ৫০ রান করে এই রান ছুঁয়ে ফেলেছেন। 

আজকের এই ম্যাচটি তামিমের জন্য একটু স্মরণীয়। কারণ মাশরাফি, সাকিব , মুশফিক , মাহমুদউল্লাহর সাথে আন্তর্জাতিক ক্রিকেটে এটি শততম ম্যাচ। এই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২ হাজার রান করলেন। 

তামিম এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১৮৪ টি রান ৬৩৬৯ টি, টেস্ট ৫৬ ম্যাচে ৪০৪৯ রান ও টি-টোয়েন্টিতে ৭২ ম্যাচে ১৫৮৫ রান। টেস্ট ক্রিকেটে তামিমের সেঞ্চুরি ৮টি হাফ-সেঞ্চুরি ২৫টি, ওয়ানডেতে ১১টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ১টি ও ফিফটি ৬টি।

Bootstrap Image Preview