Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানুষের সঙ্গে মিশলে কোনও ক্ষতি নেই: বিচারকদের উদ্দেশ্যে সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৫ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভোটের উত্তাপে পরিবেশ যেন উত্তপ্ত না হয় সেদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের লক্ষ রাখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। তবে লক্ষ রাখতে হবে উত্তাপের এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনি পরিবেশ যেন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে।’

দিনে দিনে সাধারণ মানুষ ও বিচারকদের মধ্যে একটা অদৃশ্য কৃত্রিম দেয়াল ছিল উল্লেখ করে কে এম হুদা বলেন, ‘বিচারক ও বিচারপ্রার্থীদের মধ্যে দেয়াল থাকার প্রয়োজন ছিল না। নির্বাচনে দায়িত্ব পালনের মাধ্যমে সেই দেয়াল আরও কিছুটা শিথিল হবে। মানুষের কাছাকাছি গিয়ে বুঝতে পারবেন তারা কি চায়। এ প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্র আরও প্রশস্ত হবে।’

তিনি আরও বলেন, ‘বিচারকদের মানুষের সঙ্গে মিশলে কোনও ক্ষতি নেই। মিক্সড আপ হবেন না। আপনার ব্যক্তিত্ব কতটা শক্তিশালী তার ওপর নির্ভর করে আপনি প্রভাবিত হবেন কি হবেন না। আইন, বিবেক আছে, আপনাদের জ্ঞান, প্রজ্ঞা, ব্যক্তিত্ব প্রয়োগ করে একটি সুন্দর ও সাবলীল নির্বাচন করতে পারবেন।’

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের কাজ শুধু ৩০ তারিখ। সেদিন ভোট হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা, যেন কোনও সংঘাত না হয়, ভুল বোঝাবুঝি না হয়। সবাই যেন নির্বাচনি আচরণবিধি মেনে চলেন, সেটা বুঝিয়ে দেওয়া। আমাদের উদ্দেশ্য একটি সুষ্ঠু নির্বাচন করা। এর জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ক্ষমতা প্রয়োগ করবেন।’

তিনি বলেন, একটা বিষয় মনে রাখতে হবে, নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন যাতে সংঘাত হয় না। নির্বাচনের পরের সময় খুবই গুরুত্বপূর্ণ। ভোটের দিনের চেয়ে বেশি সংঘাত হয় পরের দিন।

নূরুল হুদা অতি উৎসাহী লোক ও প্রতিহিংসাপরায়ণতার কারণে এসব হয়ে থাকে। ভোটের পরের দিন মিছিলের কারণে অনেকের মনে আঘাত লাগে, অনেকে কষ্ট পায়। এতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়। আপনারা এ বিষয়টি খেয়াল রাখবেন, সজাগ থাকবেন। নির্বাচনি আইনে আছে নির্বাচনের পরের দিন কোনও শোডাউন হবে না। এটা কঠোরভাবে দেখতে হবে।

সিইসি বলেন, কমিশন অত্যন্ত আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে থাকবে। হাজার হাজার মানুষ থাকবে। সব রাজনৈতিক দল একটি পজেটিভ অ্যাটিটিউড নিয়ে নির্বাচন শুরু করে দিয়েছে। এত বড় নির্বাচনে এখন পর্যন্ত কোনও সংঘাতের ঘটনা ঘটেনি। আপনারা যখন মাঠে যাবেন আর কোনও সংঘাত ঘটবে বলেও মনে করি না। আপনারা সফল ও সার্থক নির্বাচন করবেন বলে আশা রাখি।

Bootstrap Image Preview