Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যবহারকারীদের তথ্য ফাঁস করায় বন্ধ হচ্ছে গুগল প্লাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৩০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা করতে এসে গুগল প্লাস খুলে ব্যক্তিগত তথ্য রক্ষা করতে না পারায় এখন বিপাকে পড়েছে গুগল। ফলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার বন্ধ হওয়ার বিষয়টি জানিয়েছে গুগল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গুগল প্লাসের পাঁচ কোটিরও বেশি গ্রাহকের ইমেল আইডি, বয়স ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকির মুখে পড়েছে গুগল। তবে গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বলে এখনো স্বীকার করেনি তারা।

গুগল প্লাসের এই সমস্যার কারণে আগস্টে বন্ধ করে দেওয়ার কথা থাকলেও তার আগেই এপ্রিলে এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত দুই মাসে দু’বার গুগল জানাল, গুগল প্লাসে কিছু সমস্যা রয়েছে। গত অক্টোবরেই এই সমস্যার বিষয়টি প্রথম নজরে আসে। বলা হয় ৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্য কেউ ব্যবহার করছে। ৬ মাস লক্ষ্য করার পর তা নিয়ে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে গুগলের সোশ্যাল মিডিয়ার নিরাপত্তার বিষয়টি এখন মার্কিন সংসদে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোম্পানির সিইও সুন্দর পিচাই সংসদের বিশেষ কমিটির সামনে এটি নিয়ে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন।

Bootstrap Image Preview