Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেমিফাইনালের ফলই ফাইনালে ভরাডুবির ইঙ্গিত: মমতা বন্দ্যোপাধ্যায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সেমিফাইনালের ফলই আগামীতে অনুষ্ঠেয় ফাইনাল ফলের ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দেশটির বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের প্রাথমিক ফলে বিজেপির ভরাডুবির পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

এর গত শুক্রবার ভারতের এই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট শেষ হয়। পাঁচ রাজ্যের ভোটকে কেন্দ্র করে সব দলই বলে আসছিল যে এটি হবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের সেমিফাইনাল। আর ফাইনাল হবে এপ্রিল-মে মাসে।

মমতা টুইটে লিখেছেন, ‘মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এই জয় অবিচার, শোষণ, প্রতিষ্ঠানের ধ্বংস, এজেন্সির অপব্যবহার, গরিব, কৃষক, যুব, দলিত, SC, ST, OBC, সংখ্যালঘু ও সাধারণদের জন্য কিছু না-করার বিরুদ্ধে জয়। এটাই জনাদেশ। এটা দেশের মানুষের জয়।'

আগামী লোকসভা নির্বাচনেও বিজেপির এই হাল হতে চলেছে দাবি করে তিনি লিখেছেন, ‘সেমিফাইনালেই বোঝা গেলো কোনো রাজ্যেই বিজেপি কোথাও নেই। এটা ২০১৯-এর ফাইনাল ম্যাচের বাস্তব গণতান্ত্রিক ইঙ্গিত। জয়ীদের শুভেচ্ছা জানাই।’

Bootstrap Image Preview