Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ হারে দুটি কারণের কথা উল্লেখ করলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১৫ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


দ্বিতীয় ওয়ানডেতে তীরে এসে তরী ডুবিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় ওপেনার শাই হোপের দুর্দান্ত ১৪৪ বলে ১৪৬ রানের ইনিংসে ভর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশের এই হারের পেছনে ম্যাচ শেষে দুটি কারণের কথা উল্লেখ করেছেন মাশরাফি বিন মুর্তাজা। ম্যাচ শেষে মাশরাফির কণ্ঠে ছিলা ১৫/২০ রান কম করার আক্ষেপ। এ বিষয়ে তিনি বলেন, ‘১৫-২০ রান আরও বেশি হওয়া উচিত ছিল। তামিম আর সাকিব ব্যাট করলে হয়ত রান তিনশোর কাছেও যাওয়ার সুযোগ ছিল। রিয়াদ আর সাকিব ব্যাট করছিল। ওরা যদি ছয়-সাত ওভার ব্যাটিং করত তাহলে হয়ত রান ২৭০/২৮০ হয়ে যেত।’

এদিনে ম্যাচের হারের পেছন অন্য কারণটি হিসেবে তিনি উল্লেখ করেছেন বাজে ফিল্ডিংয়ের কথা। তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে অবশ্যই ক্যাচ মিসের কারণে ভুগতে হয়েছে। কিমো পলের ক্যাচ দুটো পর পর মিস হয়েছে। না হলে হয়তো কেমার রোচ উইকেটে আসত। তখন ওদের রানের চাকা সচল রাখা কঠিন হয়ে যেত।’

Bootstrap Image Preview