Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেসির পরিবারে নতুন সদস্য জেট বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


বার্সিলোনা: লিওনেল মেসির সংসারে নতুন অতিথি। নতুন ঝাঁ চকচকে একটি জেট বিমান হল তাঁর। তবে মেসি এটি কেনেননি। তাঁকে এটি লিজ দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার একটি সংস্থা মেসির জন্য বিশেষভাবে এই বিমানটি তৈরি করেছে। এখানে একটি রান্নাঘর, দুটি শৌচাগার এবং ১৬টি বসার জায়গা রয়েছে। এই ১৬টি আসন মিলে ৮টি বিছানাও তৈরি করা যায়। বিমানের পেছনের দিকের উঁচু পাখায় মেসির জার্সি নম্বর '‌১০'‌ লেখা। বিমানের সিঁড়ির ধাপগুলিতে মেসির নিজের নাম এবং স্ত্রী আন্তোনেলা, তিন সন্তান থিয়াগো, সিরো ও মাতেওয়ের নাম লেখা রয়েছে।

প্রস্তুতকারী সংস্থা বিমানটি মেসিকে লিজ দিয়েছে। লিজের মেয়াদ শেষ হলে তারা '‌মেসির ব্যবহার করা বিমান'‌ বলে প্রচার করে নিজেদের মুনাফা বাড়াতে চায়।

Bootstrap Image Preview