Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সফল অস্ত্রোপচারে ১ ছেলে ও ২ মেয়ের জন্ম দিলেন এক মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:৫৯ PM

bdmorning Image Preview


সিলেটে সফল অস্ত্রোপচারের মাধ্যমে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন কোম্পানীগঞ্জের রাজিয়া বেগম।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

রাজিয়া বেগম পেশায় একজন গৃহিণী ও তার স্বামী আলী আহমদ কোম্পানীগঞ্জের একজন পাথর ব্যাবসায়ী।

জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি টিম এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। ফলে সুস্থভাবে পৃথিবীর আলো দেখে রাজিয়া বেগমের তিন সন্তান।

এ ব্যাপারে অস্ত্রোপচার টিমের অন্যতম সদস্য জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল রহমান বলেন, গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, অস্ত্রোপচার শেষে প্রসুতি মাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য পোস্ট অপারেটিভ কক্ষে স্থানান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview