Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনি প্রচারণায় আইনমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রচারণা শুরু করেছেন।

তিনি মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রচারণা শুরু করেন। আখাউড়া থানার ওসির নেতৃত্বে পুলিশ প্রটোকল নিয়ে তিনি প্রচারণায় নামেন।

এ সময় আইনমন্ত্রীর গাড়ির পাশে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তালুকদারসহ অসংখ্য পুলিশ সদস্যদের প্রটোকল দিতে দেখা যায়। এ নিয়ে এলাকায় রাজনীতির মাঠে বিতর্ক শুরু হয়েছে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর আইনমন্ত্রী নির্বাচনী এলাকা থাকা অবস্থায় সরকারি কোনো সুবিধা নেবেন না বলা হলেও- তিনি পুলিশ প্রটোকল নিয়ে জোরেশোরে নির্বাচনী প্রচারণা করছেন।

এ দিকে অভিযোগ রয়েছে- আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার নিজেও আওয়ামী লীগ প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করেছেন। তবে এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তালুকদার জানান, নিরাপত্তার জন্য আমরা সেখানে ছিলাম। অন্য কোনো বিষয় এখানে নেই।

Bootstrap Image Preview