Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনকে সামনে রেখে অস্ত্র পরিবহনে পুলিশের নজরদারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বুধবার (১২ ডিসেম্বর) থেকে নগরের প্রবেশমুখসমূহে চেকপোস্ট স্থাপন করে পুলিশ।

নগরের প্রবেশ পথ একে খান মোড়, কর্ণফুলী সেতু মোড় ও মোহরা মোড়সহ বেশ কয়েকটি স্থানে এ চেকপোস্ট বসানো হয়েছে। এসব মোড় দিয়ে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার মানুষ নগরে প্রবেশ করে থাকে।

পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র পরিবহন ঠেকাতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সন্ত্রাসী নাশকতা করতে না পারে সে জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। বাস, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

Bootstrap Image Preview